বাতায়ন পাশে
সেখ নাসিম আহাম্মাদ


বাতায়ন পাশে
  মন ঊদাসে
    আছি বসে প্রতীক্ষায়।
টিক্ টিক্ শব্দ
  করেছে জব্দ
    কার যেন অপেক্ষায়।
দানবীয় সময়
  দাঁড়িয়ে এক ঠায়
    চায় না ছেড়ে যেতে।
করলেই ঝণঝা
  মারবে পণজা
    বসে আছে ওৎপেতে।
জানালার গ্রিল
  হাসে খিল খিল
    পেয়েছে দারুণ মজা।
কিছু নাই বসে
  সময়ও না খসে
    এ-কি পাপের সাজা।
এতো কি আক্রোশ
  হারিয়েছিস হোস
    করবি কি পৃথিবী ধ্বংস?
বিদ্রোহী মন
  মানে না বারণ
    সমূলে করতে চায় ধ্বংস।
ছিলি তুই কোথা
  এলি কেন হেথা
    কেনই বা তোর আক্রমণ।
তোর স্রষ্টা যিনি
  আমার ও স্রষ্টা তিনি
    করেছি নিজেকে সমর্পণ।
কাঁসর বাজিয়ে
তোরে উলুধ্বনি দিয়ে
    আহ্ববান করেছে যারা।
আলো বন্ধ করে
  দীপ দিয়া জ্বেলে
    খেদাবে কি তোরে তারা?
পুবের সে সময়
  কেটে যেত হায়
     না-ভেবেই কোন কিছু।
একুশ দিনে শেষ
  নাকি বাড়বে অবশেষ
    সময় আরও কিছু।
সরকারি মানা
  বাহিরে আনা জানা
    মানা তো সহজ নয়।
কি জানি কি হবে
  আর কতদিন রবে
    এই অশরীরী দানবীয় ভয়।