ডাক্তার বাবু---
ডাক্তার বাবু---
জীবন দাতা, বিধাতা, ভগবান, কত বিশেষণ আপনার।
সেবা-ই ছিল যাদের ধর্ম, এখন শুরু করেছেন কারবার।
গরিব অশিক্ষিত জনগণ, লোভে, ভয়ে বাধ্য হয় করতে রাজনীতি।
রাজনীতি হয়েছে নীতি হীন, তবু ভোটের টানে মিলেছে স্বাস্থসাথী।


অভ্যাসে পরিণত হয়েছে----
সামান্য জ্বরেও রোগীকে ভয় দেখিয়ে যথা সম্ভব টেষ্ট করিয়ে নেওয়া।
ফুট-পাতের দোকানির মত, সস্তা পণ্যকে ভাল বলে গছিয়ে দেওয়া।
সামান্য অসুখ থেকে পরিত্রান পেতে, স্বাস্থ সাথী নিরবে হয় অসুস্থ।
বেচারা গরিব মানুষ বোঝেও না, অমূল্য সাথী নিঃশব্দে হয় অমূল্য।


অসহায় গরিব রুগীদের-----
সাধ্য নেই আছে সাধ হাজার, চোখে স্বপ্নও বহু কিন্তু শূন্য জঠর।
জীর্ণ বস্ত্র, শীর্ণ শরীর, না ক'নো প্রদীপ, না ক'নো পরশ পাথর।
যা দেখে শক্তি রূপে, করজোড়ে হয় নত মস্তক, হোক সে জড়, জানোয়ার কিবা নেতা।
আশার স্বপ্ন বোনে, বোঝে-না সভ্য সমাজের জটিল প্রটকল, শেষে সব চেষ্টায় হয় বৃথা।


পরিশেষে—
শূণ্য হাতে জীবন শুরু, শূণ্য হাতে-ই দরবার, যেদিন হবে শেষ সেদিন ও শূন্যে।
শূন্যের জালে আঁটকে মোরা, যাই হোক মিলিত হবেই সবাই একদিন মহা শূন্যে।