একটু শান্তি চাই; হোক সে অন্ধকারের শান্তি।
সেখ নাসিম আহাম্মাদ।


কতদিন তোমায় দেখিনি…….
জানিনা কেমন আছো; এই ঘন বরষায় তোমার বৃষ্টি স্নাত
রিক্ত-বসনা বদন আজ বড় পীড়া দেয়;
মনে কি পড়ে তোমার সেই পুরান দিনের কথা;  
স্মৃতি বড় যন্ত্রনা-দায়ক;
যন্ত্রণার ভয়াল আঘাত বয়ে বেড়ায় স্মৃতি;
সেই যন্ত্রনা থেকে মুক্তি দিতে পারে একমাত্র বিস্মৃতি।
তোমার অনুপস্থিতি আমার হৃদয় ক্ষত বিক্ষত করে বার বার।
হৃদয় ক্ষরিত লালী কি তোমার সিঁথিতে
এখন কি লাল টিপ হয়ে শোভা বাড়ায় তোমার মুখশ্রীর!
ভালবাসা স্বীকৃতি পায়নি বলে ভাবিনি তুমি প্রাক্তনী;
আর কাউকে তো ভালবাসতে পারিনি তোমার মতন করে;
কেটে গেল কত বসন্ত, কামনা বাসনাতেই রয়ে গেলে তুমি।
তোমার সুখেই আমার সুখ; তুমি সুখী তো?
অজানা এক আতঙ্ক মনে হানা দেয় কেন বুঝি না;
আজও নয়নে গাঁথা তোমাকে প্রথম দেখার সেই ছবি;
অশ্রুতে বয়ে যাওয়ার ভয়ে, চোখের জল ফেলতে পারি না;
আজকাল ঘুম বড় বেইমান, অবশ্য তারও তেমন দোষ দেখি না;
চোখ মুদলেই ভেসে ওঠে তোমার নিষ্পাপ মুখ খানা।
ভালবাসার অ আ ক খ আমি কিছুই শিখতে পারিনি;
সম্পর্কের গভীরতা বোঝাতে তোমায় অ-কারণ উচ্চাসনে বসাতে পারিনি কখনো;
তোমার পছন্দই আমার পছন্দ, এমন স্বীকারোক্তি-ও দিতে পারিনি কখনো;
তুমি হৃদয়ের স্নিগ্ধ জোছনা তাও বোঝাতে পারিনি;
এখন হয়ত তুমি অন্যের গৃহ আলো করা লক্ষ্মী;
তুমিও কি বয়ে বেড়াও আমাদের সেই পুরান দিনের স্মৃতি!
না মজনু হতে পারিনি।
ঘুরতে পারিনি মরুভূমির তপ্ত বালুচরে;
সর্বদা কাজের মাঝে আনন্দে দুঃখে তোমায় করি অনুভব;
ঘুমের মাঝে বিলাপে স্মরণ করি কিনা জানিনা;
মোবাইলের পর্দায় অচেনা নাম্বারে বুকটা কেমন যেন কেঁপে ওঠে;
আমার তো আর কারো আপন হয়ে উঠা হলোনা;
না ভাল প্রেমিক হতে পারলাম, না ভাল সন্তান;
না ভাল স্বামী, না আদর্শ পিতা, ব্যর্থতার আরেক নাম বুঝি প্রেম;  
তাই মুছে যেতে চাই আমি সবার স্মৃতি থেকে; চলে যেতে চাই দূর
বহুদূর, যেথা দাবিদার কেউ থাকবেনা;
একটু শান্তি চাই; হোক সে অন্ধকারের শান্তি,
জানি কোনদিনই তা হবার নয়; তবু তোমার পরশ পেতে চাই;
যে অন্ধকারে শুধু তুমি আর আমি, আমি তোমাতে লীন হতে চাই।