ফিরে দেখা শৈশব। ( সনেট ) পেত্রার্কীয়
শেখ নাসিম আহাম্মাদ।
ABBA ABBA/ CDE CDE


শৈশবের দিন গুলি আজ মনে পড়ে,
জুটত ছেলের দল খেলা হত দিশি।
লুকোচুরি কিত্ কিত্ গুলি আর ধাশি,
সাঁতার কবাডি খোখো গুলি ডাং কড়ে।
কাগজের বল নিয়ে হত কাঁড়া কাঁড়ি,
থেঁতলে বাতাবি লেবু করা হত বল।
গাছে উঠে ঝাঁপ মেরে দেখাতাম বল,
একিএস খেলা হত পিঠে বেঁধে হাঁড়ি ।


স্মৃতির পাতা গুলি উঁকি ঝুঁকি মারে
ছেলেবেলা কৈশোরের পুরান সে দিন
যায়না কেন পাওয়া হারিয়েছি যারে
পুরান সে দিন জানি পাব নাতো ফিরে।
ফিরে পেতে চাই আমি আবার সে দিন
শৈশবের দিন গুলি হারিয়েছি যারে।