ইচ্ছাপুরন
স্বপ্নছায়া (সেখ নাসিম আহাম্মাদ)


মনে মনে যা ভাবি-
যদি হয়ে যেত সব-ই……
কল্পনার তুলিতে আঁকতাম তোমার আলপনা।
আঁখি ধারা ধুয়ে দিত তোমার নিস্পাপ মুখ খানা।
তোমার সঙ্গ করতাম কামনা, তুমি আসতে চলে।
ভাবতাম বসবো পাশাপাশি, তুমি বসতে আমার কোলে।
আমি আঁকতাম ঠোঁট, তোমার ঠোঁটে নাঁচত মিঁচকি হাঁসি।
আমি লিখতাম মন, নিজেকে উজাড় করে দিতে হাঁসি হাঁসি।
আমি লিখতাম উদাস, তুমি হারিয়ে যেতে আমার মাঝে।
প্রকৃতির সাথে আমি খুঁজতাম তোমায় সকাল দুপুর সাঁঝে।      ‘
রঙ তুলিতে ঠোঁট আঁকতাম রাখতাম ঠোঁট ঠোঁটের পরে।
উল্টোপাল্টা ভাবতাম কিছু, সংযম না থাকত নিজের পরে।
লিখতাম ‘ভ’ তুমি ভাবতে আমায়।
‘ঘ’ লিখলে তোমার ঘুম যেত উবে।
লিখতাম ‘আ’ করতে আনচান।
‘প’ লিখলে পড়তে আমার প্রেমে।