কবি হবার সাধ।


বিদ্যে নাই পেটে, কবি হবার সাধ।
লিখছি কেটে কুটে, তার অর্ধেক বাদ।
লিখতে পাতা পাতা, হাতে হচ্ছে ব্যথা।
লোকে বলছে যাতা, খাতায় নাই পাতা।
বাড়ির লোকের দাবি, কবিই যদি হবি।
ভবিষ্যত তোর কি! কবিতা রেঁধে খাবি?
আমার মনের আশ, হতেই হবে কবি।
বল তোরা যা চাশ, জ্বলবি তোরা জ্বলবি।
লিখেছি কত শত, দেখতে কেহ না চায়।
শোনাতে চাই যত, শুনতে কেহ না চায়।
বিশ্বকবি তুমি রবি, কেমনে হয়েছ কবি।
হৃদয়ে তোমার ছবি, তুমিই ভুবন ভাবি।
হয়নি প্রকাশ লেখা, জেবটাও মোর ফাঁকা।
প্রকাশকের নাই দেখা, পকেটে নাই টাকা
পেলাম শেষে আসর, এ যেন নব-বধুর বাসর।
বাজছে মনে কাঁসর, সবার সেরা তুমি আসর।