আশঙ্কা সত্যি করে বাড়ল লক ডাউন।
কঠিন দোলাচলে গরিব মধ্যবিত্ত জনগণ।
আর্থিক মান্দায় দেশ আগে থেকেই ছিল কাহিল।
সময় সীমা বাড়া গোদের উপর বিষ ফোঁড়ার সামিল।
কনো ক্রমে কিছু মৃত্যুর বিনিময়ে যদিবা টলে মহামারী।
দেখতে হবে কি ক্ষুধার লড়াইয়ে হারা শবদেহের সারি?
কান পাতলেই বাতাসে শোনা যাচ্ছে দীন মজুরের হাহাকার।
বন্ধ কল-কারখানা পরিযায়ী শ্রমীকরা ও সব বেকার।
বিনা চিকিৎসায় মৃত সন্তান কোলে ঘুরছে মা রাজপথে।
দেশ কি আবার এগিয়ে চলেছে শ্রেণী সংগ্রামের পথে?