কুঁজোর সাধ।
সেখ নাসিম আহাম্মাদ।


ভাল থাকা ভাল রাখা, সবই আপন কাজে,
স্মৃতি তবু মাঝে মাঝে, হৃদয়ে বড়ই বাজে।
স্বপ্ন মানায় সুখ শয্যায়, দুঃখের মাঝে স্মৃতি,
আশার আলো নিভলে যেন, হাসে মোমের বাতি।
বসন্তের দূত কোকিল কভু, পায় না নীড়ের সুখ,
কোকিল শাবক তাড়িয়ে দিয়েও, কাকের বেজায় দুঃখ।
কুহু সুরে গাইলে ও গান, হয় না বাসা বাঁধা,
বড় করার পরে বায়স, বোঝে ডিমের ধাঁধা।
ছায়া কায়া মায়ার জালে, ফায়দা কিছুই নাই,  
সবার কাছে মনের কথা, প্রকাশ করতে নাই।
ছায়া ভেবে মায়ার পিছন, ছুটে পাবেই বা কি?
প্রেমে পড়লে কিছু মানুষ, বলবে ছি ছি ছি ছি।
পুরুষ হয়ে জন্ম নিলেই, কি মহা-পুরুষ হয়!
মনের কথা গোপন করে, প্রেম করা কি যায়।
ভাল থাকার গোপন সূত্র, খুঁজে থাকে সবাই,
কুঁজো হলে চিৎ হবার কি, সাধ থাকতে নাই!