মজার খেলা।
সেখ নাসিম আহাম্মাদ।


আজব দেশের গজব খবর গলপো মোটেও নয়,
সাধুর বেশে চোর ঘোরে ভাই চোরেরা সাধু নয়।
রাজা উজির হাকিম মন্ত্রী সবাই সেথা চোর,
চোরের বিচার করেন যিনি তিনিও বড় চোর।
যোগী বসেন রাজ-তখতে চোরেরা শোনান বাণী,
ভক্তি ভরে সেপাই প্রজা শোনেন সে-সব বাণী।
বিরোধীতার গন্ধ পেলেই ফরমান জারি হয়,
চুরির মামলায় তলব করে বিচার শুরু হয়।
সেই ফরমানে দেশ জুড়ে ভাই চলছে হুলস্থুল
দুর্নীতি আর ধান্দাবাজ দের চড়ানো হবে শুল।
শুরু কানাকানি ফিসফিসানি কে সাধু কে চোর,
খবর পেতেই রাজার দলে ভিড়লে কিছু চোর।
গুঞ্জনে আর কানাকানিতে নাম ভাসছে যত
তলব অস্ত্র নিয়ে রাজা খেলছেন নিজের মত।
চোরের মায়ের বড় গলা কে বলেছে চোর,
চোরের রাজা হয়ে তুমি পরকে বল চোর।
তুমি বেটা চালুনি হয়ে সুঁচের বিচার করো,
দ্যাখাও ধরে আসল চোরকে পরে বিচার করো।
বলেন মন্ত্রী ভয়টা কিসের ওরা নয়-তো কেউ যমদুত,
হে হে হে তুমি মন্ত্রী! নাকি আস্ত গাধা! হোঁদল কুতকুত।
নাদুশ নুদুশ হোঁদল কুতকুত বললে গলা হেঁকে,
আচ্ছা! দারোগাবাবু জিজ্ঞাশিবেন ঠিক চোরকে ডেকে।
কিছু প্রজার বেজায় মজা চোরের বুঝি হলো সাজা,
দুই চোরেতে সন্ধি হলে বুঝবে তা কি বোকা প্রজা।
জানেন রাজা ঠগ বাছলেই উজাড় হবে গাঁ,
সু্যোগ যখন রয়েছে হাতে তবে লুটে পুটে খা।
বিক্রি বাটা করে ফতুর নেই কোন আফশোশ,  
দুর্যোগেতে বেড়েছে দাড়ি বাড়েনি রাজকোষ।
বিক্রি-বাটায় সিদ্ধহস্ত কিন্তু বাজার বড় মন্দা,
তেমন কিছু সম্পদও নাই করবে কিসের ধান্দা।
গায়ের জোরে আইন করে মজুতদারের পকেট ভরে,
দেশের মানুষ বুঝে গেলে মুক বধিরের ভানটি করে।
পাহাড় সম করের বোঝা চাপিয়ে প্রজার পরে,
সেই পাহাড়ের চূড়োয় বসে ভক্তি-সাধনা করে।
বিদেশ ঘোরার পাট চুকেছে হাতে সময় মেলা,
পারিষদদের বললে ডেকে খেলবে একটা খেলা।
খেলা হবে খেলা হবে খেলায় দারুণ মজা হবে,
ভোটের মাঠে ঠাটে বাটে মামলাবাজী খেলা হবে।
গরু পাচার দূর্নীতি আর যত কয়লা বালি চুরি,
সবার নামেই মামলা হবে অভিযোগ ভুরি ভুরি।
বললে হোঁদল জজ কে হবে বিচার কোথায় হবে
চোপরাও খাবিশ বে-আদব কুতকুত,  
আমি থাকতে হাকিম খোঁজো কোথাকার কিম্ভূত।
উজির উকিল পুলিশ পেয়াদা আমি হলেম মনতিরী,
আমিই এখন রাষ্ট্র-প্রধান আমিই হাকিম জুরি।
টানব মাথা কানটা ধরে টু শব্দটি পেলে
ফাঁসির হুকুম সটান দেব পড়বে দড়ি গলে।
খেলতে হবে খেলতে হবে খেলতে খেলতে খেলা হবে,
মাঠের নাম বদলে দিয়ে শূন্য মাঠে খেলা হবে।