মোরা বড় বীর। ( সনেট ) পেত্রার্কীয়
সেখ নাসিম আহাম্মাদ।


বীরত্ব দেখিয়ে মোরা রাঙা করি মাটি,
জাতি বাদ নেশা পেলে সব কিছু ভুলি
লিঞ্চিং র সুযোগ পেলে হর্ষধ্বনি তুলি
রক্তে সিক্ত করিয়া উর্বর করি মাটি
হস্তে মুক্ত তলবার শিরে বাঁধি ফেটি
চৌর্য বৃত্তি-র দায়ে চক্ষু শুলি কে ধরি
কষে বাঁধি ল্যাম্পপোষ্টে হস্ত সুখ করি
মৃত্যু সুনিশ্চিত করে ফিরে আসি বাটি


কেহ যদি প্রতিবাদী সাহস দেখায়
মাথা ব্যথা কিছু নাই আছে বড় দাদা
আইনের ফাঁক গলে যাবে সে কোথায়?
আমলা মন্ত্রী সব বসে হাওয়া খায়
ঘৃণা ভরা হৃদ হোক পোষাক টি সাদা
জয় গানে অপরাধ সব ধুয়ে যায়।