অপেক্ষার অবসান ও প্রতীক্ষা।
সেখ নাসিম আহাম্মাদ।


বহু প্রতীক্ষার অবসান অবশেষে,
আস্থা বিজয়ী হয়ে হেসেছে শেষে।
বিজ্ঞান ও যুক্তির বিচার এখন গৌণ,
পরিস্থিতির চাপে অনেকেই মৌন।
সূচনা হল যেন এক নব অধ্যায়ের,
দেখাই যাক দাবি কি সময়ের।
মৌলিক অধিকার আর নয় মুখ্য,
শিলান্যাসের পর আর নেই দুঃখ।
ভগবান রক্ষায় যাঁরা কুষিলব,
স্বেচ্ছাচারে মশগুল ঠিকাদার সব।
ষষ্ঠাঙ্গ প্রণায়মে ভগবান ভক্তি,
বিগলিত কণ্ঠে অসত্য ইতিহাস যুক্তি।
দেবালয়ে প্রতিষ্ঠা পাবে ভগবান,
না তুরুপের তাস হবে মন্দির আর ভগবান।
উল্লাসে আজও রক্তের ধারা অব্যাহত।
বিবেক জাগ্রত না হলে থামবে কি হতাহত?
বোঝাদায় সত্যি কি দেবগৃহ উদ্বোধন,
না সয়ং ভগবানের হলো বোধন।
ভূমিপূজার আবেগে নবউদ্যমে বানর সেনা,
কার আছে হিম্মত জয়ধ্বনি দেবে না।
ইতিহাস কাউকে কখনো করেনি ক্ষমা,
দম্ভের বলে যা-ই করো তার হিসাব থাকে জমা।