স্বপ্ন ছিল, স্বপ্ন আছে, স্বপ্ন থাকবে ও চিরদিন।
স্বপ্ন ছাড়া বাঁচবে মানুষ, সে সম্ভোবনা ও ক্ষিন।
চন্দ্র মামা তোমায় নিয়ে কত-কিই- না জল্পনা।
প্রেমিক, সাহিত্যিক, কবিদের হাজারো কল্পনা।
কেহ দেখে তোমায় প্রেয়সী রূপে, কেহ দেখে রাত রাণী।
কল্পনা বিলাসী গহ্বর দেখে যখন স্বপ্ন টুটি।
ক্ষুধার্থ শিশুর জননি দেখে যেন ঝলসানো রুটি।
নিশীথ রাতে আমি দেখি বলয়াকার স্নিগ্ধ এক আলোক দ্যুতি।
কারো কল্পনায় প্রিয়তমা-র মুখাবয়ব যদিবা মিলে।
শুভ দৃষ্টির পর একান্ত মূহুর্তে সব স্বপ্ন যাবে হিলে।
জীবনের যা কিছু প্রাপ্তি, স্বপ্ন, কিবা দর্শন।
করে স্মৃতি- রোমন্থন বা আত্ম-বিস্লেষণ।
বুঝেছি ফুলের সুরক্ষার দায় মালীর নয়।
কন্টকাবৃত বৃন্তই হয় রক্ষকের ভূমিকায়।
পরিসমাপ্তি মৃত্যু জেনেও জীবনের মোহে করি দিন যাপন।
চুর্ন বিচুর্ন হলে “স্বপ্ন” তবেই করি তার বিশ্লেষণ।
“আলো” পূর্ণতা পায় আঁধারের বুক চীরে।
“বীজ” পূর্ণতা পায় অঙ্কুরোদগমের পরে।
“সুখের” প্রকৃত মূল্যায়ন যদি দুঃখ-ই দিতে পারে।
প্রেমের পূর্ণতা “বেদনা” কেন হবেনা বারে বারে?