লক-ডাউনের ফলে সারা দেশে এখন রক্তের আকাল চলছে। কনো ভাবেই রক্তের জোগান সম্ভব হচ্ছেনা। এই কঠিন সময়ে মানবতার কাছে আর্জি যে যেমন ভাবে পারেন এই কাজে অংশ গ্রহণ করুন।


রক্ত-দানের আহ্বান।
সেখ নাসিম আহাম্মাদ।


আয়োজক নয় সহযোগী মোরা, মহান কর্ম-কান্ডের।
কে আছ মুক্তোমনা হতে চাও সাথী, এই মহা-যজ্ঞের।
   হয়েছে আয়োজন শিবিরের।
      চলছে রক্ত-দানের উৎসব।
         এসো তরুনতুর্কি সমাজের।
            ছিঁড়েফেলো বিভেদের বাণীসব।
এগিয়ে এসো রক্ত দিতে, বাঁচাতে একটি প্রাণ।
বিকল্প-হীন এই দানেতেই বাঁচবে একটি প্রাণ।
   মোদের লক্ষ নয় রক্তপাতের।
      রাখিনা লক্ষ জাত ও পাতের।
         বিভেদের মাঝে বার্তা ঐক্যের।
             হয়-না কনো জাত রক্তের।
রক্তের কনো বিকল্প নাই, দান করে যাও ভাই।
রক্ত দান করেই মোরা, আজ দৃষ্টান্ত রাখতে চাই।
   সৃষ্টির সেরা মানব মোরা।
      মানবতার কাছে দাবি।
        রক্তদানের পরেই মোরা।
          করব অন্য কাজ সবই।
দেখেছি যত রক্ত দাতা, তদের হয়নি প্রয়োজন রক্তের।
রক্তদানে ভীতি যাদের, তাদেরই প্রয়োজন হয় রক্তের।
   শরীর মন রইবে তাজা।
       রক্ত দানে এইতো মজা।
          অমূল্য এই রক্ত দানে।
             ফুটবে হাঁসি নতুন প্রাণে।
মনের দুয়ার দাও খুলে ভাই, মানব সেবার আর্জিতে।
আনবো মোরা নতুন প্রভাত, হিংসা বিভেদ বর্জিতে।