স্বপ্ন দ্রষ্টা এ,পি,জে আবুল কালাম।
সেখ নাসিম আহাম্মাদ।


কালাম! কালাম! কালাম!
এ,পি,জে আবুল কালাম।
তোমাকে জানাই আমি কোটি কোটি সালাম।
কালাম! কালাম! কালাম!
সৃষ্টি যা কিছু অকাতরে করিয়া দান নিজে রহিলে নিঃস্ব,
সৃষ্টি কে তব করিয়াছি গ্রহণ তোমাকে ভুলিয়াছি জানে গোটা বিশ্ব।
সৃষ্টি কে সমাদরে করিয়া বরণ গোটা দেশ উল্লাসে দিয়েছিল শিষ,
সৃষ্টি কে তোমার করেছি কুর্নিশ হাস্য বদনে লয়ে অন্তরে বিষ।
কেহ কয় তুমি মিশাইল ম্যান, দার্শনিক কয় কেহ।
কেহ কয় তুমি স্বপ্ন দ্রষ্টা, রাষ্ট্রপতি কয় কেহ।
কেহ কয় তুমি বিজ্ঞানী, ছাত্র বন্ধু ও কয় কেহ।
দেশ কে সম্মানের শিখরে তুলে,
সেই সম্মানেই ভূষিত হলে,
নিঃস্ব থেকে নিষ্কলঙ্ক হয়ে রাখলে তুমি দেহ।
তোমার অমর যত সব বাণী, ফেসবুক ট্যুইটারে লুটোপুটি খায়,
বাণী গ্রহণে লাগেনা লাজ, তোমারে করিতে গ্রহণ অন্তর না চায়।
জানিনা তুমি পকির না ফকির,
জানিনা তুমি আবুল না আব্দুল কালাম,
জানিনা তুমি পড়িতে নামাজ না করিতে কোরআন চর্চা,
জানিনা তুমি বাজাইতে বীণা, না করিতে অধ্যয়ন গীতা।
তোমাকে রাখিতে স্মরণ তোমার জন্মতিথি কে জানিয়ে সম্মান,
সুইৎজারল্যাণ্ড করে ঘোষণা ১৫ই অক্টোবর বিজ্ঞান দিবস।
রাষ্ট্র পুঞ্জ দিলে সম্মান ১৫ই অক্টোবর পালিত হবে ছাত্র দিবস।
স্মরিছে বিশ্ব তোমার অবদান সম্মানে করে শির নত।
গোটা বিশ্ব পারিল আমরা পারিলাম না করিতে শির নত।
রাষ্ট্র নায়করা গদির মোহে সজ্ঞানে ভুলিয়াছে তোমার জন্মতিথি।
দ্বিধা কেন! নামে কি এসে যায় তিনি তো এ দেশেরই রাষ্ট্রপতি।