সয়ে গেছে সব কিছু।
সেখ নাসিম আহাম্মাদ।


সয়ে গেছে সব কিছু, আর কিছু ভাবি না।
দপ করে জ্বলে উঠে, প্রতিবাদ পারি না।
বৌ আমার বিদুষী, লোকে বলুক যা খুশি।
তার কথার বাহিরে আর আমি চলি না।
সয়ে গেছে সব কিছু, আগের মত খারাপ ও আর লাগে না।
স্বাস্থ্য বিধি সরকারি, দু-গজের দূরত্ব।
কোভিড কে ঠেকাতে, দিতে হবে গুরুত্ব।
বাড়ি ফেরার তাগিদে, কত প্রাণ গেল ঝরে,
বাড়িতে থেকেও তুমি, থাকতে চাও দূরে দূরে!
চুপ চাপ মানা ছাড়া, উপায় তো আর দেখি না।
সয়ে গেছে সব কিছু, আগের মত খারাপ ও আর লাগে না।


কটা গাছ পড়েছিল, কটা গাছ পড়লো,
আমফানে নেতাদের, ডান চোখ নাঁচলো।
কাঁচা পাকা ঘর বাড়ি ঝড়ে কি কি গেল ঝরে,
তথ্য প্রকাশ হলে দেবে চামড়া পালিশ করে।
গুণ্ডা কে গুণ্ডা বলে পার পাওয়া যায় না,
সয়ে গেছে সব কিছু, আগের মত খারাপ ও আর লাগে না।


বৌ আমার দিয়েছে বলে, সাতে পাঁচে থাকবেনা,
খাও দাও কাজ করো, ফেসবুক ঘাঁটবেনা।
তিন দিন হয়ে গেল শরীরটা ভালো যাচ্ছে না,
বিছানাতে পড়ে আছি, মুখে কিছু বলছি না।
আইন বদলেছে ভাই, সেবার আশাও আর করি না,
সয়ে গেছে সব কিছু, আগের মত খারাপ ও আর লাগে না।


আয়োজনে কত ঘটা, দেখেছ তো ভূমি পূজায়,
মনে খুশি সব বেটা, মিছে মুখে গোমরায়।
মিডিয়ার লেহনে কারো কারো গোঁসা হয়,
ঠিক ঠাক দাম পেলে বিচার ও বিক্রি হয়।
গোপন কিছুই নয়, তবু প্রতিবাদ হয় না।
সয়ে গেছে সব কিছু, আগের মত খারাপ ও আর লাগে না।


কোন এক দরকারে বৌ আমার হাত ধরে নিয়ে গেল বাজারে,
দেখে বখাটে কিছু, চলে এল পিছু পিছু, শালা বৌ টা দিলে চোখ মেরে!
দেখি বুঝি শুনি ভাই, বলার ক্ষমতা নাই, বিতর্কে লাভ কিছু দেখি না।
সয়ে গেছে সব কিছু, আগের মত খারাপ ও আর লাগে না।