স্বাধীনতা তুমি কার ?
কলমে …… সেখ নাসিম আহাম্মাদ ।


স্বাধীনতা চাই তো সবার
স্বাধীনতা বলো তুমি কার ?
যখন যার তখন তার এ তোমার কেমন বিচার
যার কাছে যাও সেই তো করে তোমার যথেচ্ছ ব্যবহার
শত শত প্রাণ ঝরে বার বার
স্বাধীনতা বলো না তুমি কার ?
ভুখারি চায় অন্ন একমুঠো সংগ্রামীরা চায় স্বরাজ
পথ শিশুরা আজও পথে আছে দেখেনি স্বাধীন সমাজ  
যাদের দরকার তারাই দিক দার
ভাতার নামে জোটে পাত্র ভিক্ষার
বিদেশি শৃঙ্খল মুক্ত হয়ে স্বরাজি শৃঙ্খলে বন্দি
বাক স্বাধীনতা হরণ করতে চলে কত শত ফন্দি
যাদের দাবীতে ওঠে আওয়াজ
তাদের খোঁজ নেয়নি কেউ আজ
গরিব দুখিঃরা যেথায় ছিল সেথায় আছে পড়ে
সংগ্রামীরা নেতা বনে যায় টাকার পাহাড় গড়ে
                           রচনাকাল ১৪/ ৮/২২