স্বাধীনতা।
সেখ নাসিম আহাম্মাদ।


বহু রক্তের বিনিময়ে দেশ, আজ বিদেশি শাসন মুক্ত।
গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশে, সংবিধান হয়েছে যুক্ত।
সংবিধান দিয়েছে, সমগ্র দেশবাসিকে সমানাধিকার।
সত্যিই কি, দেশবাসী পেয়েছে! তাদের সাংবিধানিক অধিকার।
কোটি কোটি শিক্ষিত যুবক যুবতি আজ কর্ম হীন বেকার।
মসনদ রক্ষায় মশগুল, আজকের দিশাহীন সরকার।
ফিরিঙ্গি শাসনে মাতৃভূমি, বারবার হয়েছে রক্তাক্ত,
আজ পুঁজি পতি দের সুবিধার্থে, সংবিধান হচ্ছে ব্যবহৃত।
ডিভাইডেড রুলেই ব্রিটিশরা, শাসন চালিয়ে ছিল দীর্ঘদিন।
আজও সেই মুসাবিদা চলছে সমানে, তবু দেশ আমাদের স্বাধীন।
বিবিধের মাঝে ঐক্যের মিলনে, বৈচিত্র ময় আমাদের দেশ।
দুরদর্শিতার অভাবে সাম্প্রদায়িক কর্ম কাণ্ডে যেন না হয় শেষ।
কর্ম ফলে দেশ আজ স্বাধীন, মন তাই নাচছে তা ধিন ধিন।
নই তো মোরা কেহ হীন, যদিও দেশে অনেকেই আজ দীন।
সবাই এক সাথে তিরঙ্গা হাতে শপথ নিই আজকের দিন।
ঘোচাব ভেদাভেদ থাকবেনা কোন পদবির গ্লানি আগামী স্বাধীনতার দিন।