আনলক (প্রথম ধাপ)


একটু আলগা হতেই লক-ডাউনের রাশ।
কাটল যেন অনিচ্ছার এক দীর্ঘ অবকাশ।
বন্দি দশা অনেকের-ই গিয়েছিল সয়ে।
আগামী দিন কাটবে না-কি তাদের একটু ভয়ে?
এরই মাঝে আমরা করি চড়ুই ভাতির আয়োজন।
স্ব-উৎসাহে দেন হাজিরা বহু বান্ধব সহ পরিজন
লক-ডাউনের কারণ নিয়ে বিতর্ক চলে ভোজ-সভায়।
আনলক-ই বা হচ্ছে কেন উত্তর মেলেনা আলোচনায়।
আক্রান্ত যখন দশক-এর কোঠায় তখন লক-ডাউন।
দু-লাখ ছুঁতেই কোন জাদুতে উঠছে লক-ডাউন?
পরিকল্পনা হীন লক-ডাউনে গেল যে সব প্রাণ।
গরিব হওয়া অপরাধ কি! তাই গেল তাদের প্রাণ?
লক-ডাউনের আগে চলে মধ্যপ্রদেশের ঘোট।
ঢাকে কাঠি পড়েছে কি! বিহার বাংলার ভোট?
অর্থনীতির ধ্বস রুখতে যদি আনলক করা হয়।
লক-ডাউনের পূর্বে দেশে জিডিপি কি ছিল ভাই?
তিন শতাধিক আসন দিয়ে দেশ যাদের করল ধন্য।
মানুষের প্রাণের মূল্য কি আর ভগবান-ই যখন পণ্য।