ভয় লাগে।


চেনা ছবি গুলো সব আজ অচেনা।
ক্ষুধার্ত পেট শুনছেনা কনো মানা।
বাতাসে ভাসে কত পথ শিশুর কান্না।
লাখো শ্রমিকের বাড়িতে হয়নি রান্না।
জীবাণু নয় এসব দেখে লাগছে ভয়।
এদের আটকে করবে করোনাকে জয়।
মাঝে মাঝে সরকারের ত্রানের ভাষন।
আক্রান্ত অঞ্চলে খাকি ডান্ডার শাসন।
রেশন সামগ্রী বন্টনেও থাবা দূর্নিতীর।
মিলছে কিছু খাদ্য কিন্তু ভয় প্রর্দসনীর।
ফিরিঙ্গিরা গেছে ছেড়ে গেছে কিছু ঔরসজাত।
কাঙ্গালের সর্বস্ব না চুষে কি থাকবেনা বজ্জাত।
ত্যাগ ও প্রচেষ্টায় একদিন নিশ্চিত হবে জয়।
তখন আর্থিক ভাবে পঙ্গু গরিব মধ্যবিত্ত মানুষদের--
কি হবে সেটাই এখন বড় ভয়।