চাঁদের বাড়ীর পাশে ছিল,
   আমার ছোট্ট  খেলা ঘর ।
সেটা ছিল না কোন অট্টালিকা ,
  সেথায় ছিল না কেহ পর।  
ঘরের পাশে মেঘ গুলো,
   ছুটতো সারাক্ষন।
পরীরা সেখানে নূপুর পায়ে
    ঘুরতো অকারন।  !
আসমানে হাজার কোটি তারারা জ্বলজ্বল ।
সকাল-বিকাল করতো খেলা, মেঘ-বালকের দল।
মধ্য রাতে মাঝে মাঝে
   বিজলী চমকে যায়,
ভয় পেয়ে ওরা সবাই
   জাপটে ধরত যে আমায়।  
আকাশ থেকে জোসনা গুলো,
   ঝরছে অঝোর ধারা,
সবাই তখন মাকে ঘিরে গল্পে  মাতোয়ারা।  
হঠাৎ একটা ঝড়,
লন্ড ভন্ড করে দিল
    আমার ছোট্ট ঘর।
একটি দমকা হাওয়া!
   আর হলো না
একটি থালায় সবাই মিলে খাওয়া !!
দল বেধে সবাই মিলে
অন্য কোথাও যাওয়া।  
কখন যে কেমন করে ছিটকে পরলাম আমি,
অবাক করা এই পৃথিবীতে শুধুই  একা আমি !
যে কটা দিন আছি আমি
     এই পৃথিবীর পরে,
ছেড়ে যেও নাকো প্রভু,
ভয়ানক  এই প্রান্তরে !!!