আমার শরীর জোড়া রঙের বাস্ক,
আমি তীক্ষ্ণ স্বরে চেঁচাচ্ছি -
“আমায়ে ভিজতে দাও”
ওই দেখ বাজ দাড়িয়ে গিলবে বলে আমায়ে,
ওই দেখ রাত হিংস্র পশু মুখিয়ে থাবা বাড়িয়ে।


ভিজলে আমার রঙের ফোঁটা পরবে গলে গলে,
পৌঁছে যাবে সবার নখে,
চাইলে মেখো বা সরিয়ে রেখো।
তবু এবার আমার ছুটি,
আয় না এবার বাজ বা হিংস্র পশুর রাজ।


শুকিয়ে কি হবে আমার দুদিন বেশী থেকে?
তার থেকে না হয় বাইরে এসে ভিজলাম।


একদিন হয়তো যখন আমি নেই,
নদী নালায়ে তখন আমার রঙ।
কারুর কারুর মনে আমার রঙ,
কারুর কারুর আশাতেও।
তারাও ভিজবে রোজ,
কারন আমার রঙ ঘরের দরজা বন্ধ করে বাঁচতে শেখায় না।
আমার রঙ,
ছড়াতে শেখায় হয়তো বা মরতেও।।