যদি কোনো রাজপুরি থাকতো
কিম্বা থাকতো কোনো রাজত্ব
কিম্বা যদি আসতো এখন বেঙ্গমা বেঙ্গমি
ভাবনা ছেড়ে সামনে তাকালাম-
দেখি নিষ্ঠুর বাস্তব
যেখানে আমি হেরে যাওয়া সৈনিক
লড়াই থেকে পালাবার জন্য আত্মসমর্পণ করতে মরিয়া
আমার চারপাশে আমার দুর্বলতার স্তুপ
যারা আমায়ে টানছে, বাধছে
আর আমি সব আসা ছেরে দিয়ে স্বপ্ন দেখছি
অবাস্তব কল্পনার স্বপ্ন
যেখানে আমি ই রাজা।


চারপাশে যখন আমার রক্ত ঝরানোর প্রচেস্টা
তখন আমি জাদুর অপেক্ষায়
ভাবছি এমন কিছু হবে
আমি বেঁচে যাব
কিন্তু আমি নিজে কিছুই করছি না ।


না, এবার তারা আমার শরীর বিধেছে
রক্ত ঝরছে
বাস্তবের নিঠুর চপেটাঘাতে জরজরিত আমি
ভাবছি ,
না ! কেউ তো এল না
কোনো দেবতা ,রাজা বা আমার কাছের কেউ
তাহলে আমি কি একা!!


হ্যাঁ  আমি একা
ইতিমধ্যে অপর আঘাত আসছে
আমার হাত দুরবলতার স্তুপ থেকেবার করতে লাগলাম আমি
হ্যাঁ পারলাম
আমার সর্বশক্তি দিয়ে আটকে দিলাম
আমার স্বপ্নের অকাল মৃত্যু ।


হ্যাঁ এবার আবার সকাল এসেছে
যারা ভরসা দিয়েছিলো তারা আবার ফিরে এসেছে...
কিন্তু আমি তো এখন জানি যে আমি একা
আছে কল্পনা আর বাস্তব
আর আছি আমি যে এদের সৃষ্টি করেছি।