সমাজ অতীব কৌতূহলী
সবকিছুতেই তোলে প্রশ্ন ,
স্বাধীনতা পেয়েও থাকে অধীন —
খুঁজে দেখো , কালোতেই মিশে আছে রঙিন সাত বর্ন ।


কুটিল সমাজ গিলে খায়
তাদের ক্লেদপূর্ণ বার্তায় ,
গ্যালাক্সির ওই ত্রিকোণ দৃষ্টিতে
সমাজ আজ প্রত্যাগতির নাট্যশালায় ।