চলো চাঁদের সাথে গল্প করি, ব্যালকনি তে বসে।
পড়ছে কত তারা খসে, এই পৌষের শেষে।


শীতের বিকাল, অলস এ মন, একলা ঘরের কোণ।
কেউ নেই তাই, চাঁদ তুই আজ, হয়ে যা না আপনজন!


অনেক গল্প বলার আছে, কিন্তু কেউ নেই আজ ঘরে।
তাই একলা বিকালে, শুধু তোরই কথা, আমার মনে পড়ে।


এই চাঁদ তুই শুনবি আমার, অনেক কথা জমে।
ঘুরতে যেতে চাইছে যে মন, প্যারিস কিংবা রোমে।


এই চাঁদ তোর বুড়ি দিদার, খবর কিরে বল।
নাকি তার-ও পা-টা, বয়সের ভারে, করছে টলমল।


আচ্ছা আমায় বলবি কি তুই, তোর আলো কেনো আজ কম?
আসলে কুয়াসাটাই কমিয়েছে তোর, আলোর আজকে দম।


এই চাঁদ তোর, ছুটি টা কবে, বলতো একটু মোরে।
সেদিন লাগবে আমার মোমের আলো, অন্ধকার এ ঘরে।


এই চাঁদ তোর, মনটা আজকে, ভালো নেই মনে হয়।
বলতে পারিস সবটা আমায়, কারন আমারও এমন হয়।


এই চাঁদ তুই চুপটি কেনো, কি হয়েছে বল ?
অকারণে করিস না তোর, চোখটা ছলছল।


বন্ধু যখন হয়েছি যে তোর, শুনবো সকল কথা।
আমার কথাও বলবো তোকে, সব হালকা হবে ব্যথা।


জানিস, একলা থাকা ভীষণ কঠিন, সঙ্গ কারো লাগে।
তুই না থাকলে, এই পৃথিবী- আকাশ যেমন ফাঁকা লাগে।


সুসময়ে ছার, দুঃসময়ে তোর, বন্ধু হতে দিস।
কঠিন সময় আমারও দুঃখের, ভাগ টা একটু নিস।


তাই বলি ভাই, চাঁদ চলে আয়, আজকে আমার ঘরে।
আজ সারাটা রাত কাটিয়ে দেবো, দুজনে গল্প করে।