বিশ্ব করোনার আগ্রাসনের কাছে আজ বড় অসহায়-
চারদিকে নিস্তব্ধতা,হাহাকার,আতঙ্ক আর মৃত্যু ভয়
ফেসবুকে আজকাল মিম ট্রল এর থেকে ইতালির ছবি বেশি ট্রেন্ডিং
ইতালি, স্পেন,ফ্রান্স,আমেরিকার মত উন্নতদেশ গুলিও আজ হাল ছেড়ে দিয়েছে।


কোথায় গেল পরুমানু বোমা হাইড্রোজেন বোমার অহংকার?
কোথায় হিন্দু মুসলিম শিখ খৃস্টান ভেদাভেদ?
কোথায় ধনী দরিদ্র ভেদাভেদ?
কোথায় রাজনীতির রং?


টাকা তো আছে কিন্তু মৃত লাশটা কে শেষ শ্রদ্ধা জানানোর লোক নেই।
ফেসবুকে দিনরাত মুখ গুঁজে আপনি যে এত বন্ধু জোগাড় করেছেন তারাও নেই পাশে।
সোশ্যাল মিডিয়াতে emoji দিয়ে নিজের সুখ দুঃখ বোঝানো মানুষ  সত্যি বড় একা।


এবার কয়েকটা জিনিস মনে করিয়ে দি-
তাতে যদি বুঝতে পারেন এই অবস্থার জন্য কে বা কারা দায়ী?
মনে পড়ে ঝাঁ চকচকে ট্রেন-বাস - রাস্তাকে খুব দ্রুত পানের পিকে লাল করে দেওয়ার দিনগুলো
মনে পড়ে প্লাষ্টিক ফেলে ড্রেন নদী গুলো কে বন্ধ করে  দিয়েছিলেন
মনে পড়ে বিয়ো টয়লেট গুলোকে প্লাস্টিকের বোতল গুঁজে সুসজ্জিত করেছিলেন
মনে পরে আপনার পালঙ্ক তৈরিতে কত গাছ নষ্ট হয়েছিল?


ভেবে দেখুন পুলিশ মন্ত্রী শিল্পপতিদের সেই সেটিং এর দিনগুলো,
ভেবে দেখুন গঙ্গা যুমুনা কে কালো নর্দমাতে পরিণত করেছিলেন
ভেবে দেখুন বাড়ি গাড়ি এমনকি স্নানঘর সেটাতেও এসি লাগিয়েছিলেন
ভেবে দেখুন শুধু সুখ ভোগ করার জন্য ওজোন স্তর কে ধ্বংস করে দিয়েছেন


এবার করোনার কিছু ভালো দিক -
প্রায় এক মাস গৃহবন্দী হওয়ার সুবাদে আপনি আপনার প্রয়োজন দের কাছে পেলেন,
পড়াশুনা করে আপনার জ্ঞান বাড়ানোর সুযোগ পেলেন,
ইন্টারনেটের সঠিক ব্যবহার করে কাজ করার ও একটা অভিজ্ঞতা হলো,
সব থেকে বড় কথা বিলাসবহুল উৎশৃঙ্খল জীবনের বাইরে বেরোনো হলো,
আর এটাও বোঝা হলো যে সামান্য খাদ্যের কতটা প্রয়োজন,
আর সব থেকে বড় কথা করোনা বুঝিয়ে দিল ডাক্তারদের ভূমিকা।
যারা ডাস্টবিনে বর্জ্য পদার্থ ফেলতে ক্লান্তি অনুভব করত তারা আজ হাত পা 40 বার করে ধুচ্ছে।
প্রকৃতি আবার পুনরুজ্জীবিত হচ্ছে,সারছে ওজোন স্তরের ক্ষত,
গঙ্গা যুমুনা সহ নদী গুলো কারখানার প্রকোপ থেকে কিছুদিন রেহাই পেল।


শিক্ষা নিন করোনা থেকে-
মনে রাখবেন টাকা দিয়ে পুলিশ নেতা মন্ত্রী চুপ হলেও প্রকৃতি চুপ থাকবে না
মনে রাখবেন ফেসবুক সোশ্যাল দেখায় আসলে শুধু ফেসবুক করে সোশ্যাল হওয়া যায় না।
নিজের জীবন বদলান নাহলে এরকম হাজার বিপদ আপনাকে গ্রাস করবে।


অবশেষে বলতে চাই সবাই বাড়িতে থাকুন,বাইরে বেরোবেন না।সুস্থ থাকুন ভালো থাকুন।
ঈশ্বর বিশ্বকে তথা ভারতকে এই বিপদ থেকে রক্ষা করুন।