কেও আসলে কারোর হয় না সব ই একটা মিথ্যে মায়া-
সবাই সবার নিজের কাজে ব্যস্ত !
নিজেকেই বাঁচিয়ে রাখতে হবে নিজের অস্তিত্ব-
নিজের জন্য বাঁচা টা সব থেকে ভালো গ্রাম পরিবার বন্ধু সবাই আপনার,
কেও কারোর নয় জীবন মানে আসলে বেঁচে থাকার অভিনয় ।
একসাথে আটকে রাখা সব কিছু কে জোড় করে প্রয়োজনের দড়িতে-
যেদিন এই দড়ির বাঁধন হবে আলগা সব চিরে যাবে ,
মালা যেমন দড়ি ছাড়া মালা নয়- সেরকমই জীবনের বেঁচে থাকার অভিনয় টাই একটা দড়ি ,আর আশেপাশের সব লোকজন বন্ধু বান্ধবী পরিবার তারা এক একটা ফুল।
যতক্ষন দড়ি আছে ততক্ষন একসাথে সবাই- যেই দড়ি নেই সব ছিঁড়ে একাকার
একটা একটা!!
সবই আসলে একটা অদৃশ্য মায়া!!