আজ তুমি ফাঁকি দিয়ে চলে গেছো অনেক দূরে-
জানি না কখনও তুমি কি আবার আসবে ফিরে মোর মনের নীড়ে?
বিরহী মন আজও ঘুমের মধ্যে কাঁদে তোমার গানের সুরে,
সোমবারের সেই রঙীন মুহূর্ত তা আজও রয়ে গেছে মনের গভীরে,
লুকিয়ে রেখেছি কষ্ট গুলো এই কৃত্রিম হাসির চাদরে।
আনন্দ পেলে কি আমাকে ডুবিয়ে এই দুঃখের সাগরে?
সেই মনে পড়ে এক গভীর রাতে ঘুম আসেনি দুচোখে!
যেদিন একটা মেরিট লিস্ট প্রতিফলিত হয়েছিল তোমার অশ্রুতে।
তখনো তো বুঝিনি হারিয়েছি আমি তোমার ভালোবাসতে-
ভেবেছিলাম কাটাতে পারবো বাকিটা জীবন সুখে তোমার সাথে!
জানি হয়তো আমার কথা পড়েনা তোমার মনে,
আমি কিন্তু রোজই তোমাই দেখি আমার স্বপনে।
প্রতি রাতে আজও চেয়ে থাকি তোমার ফটোর পানে,
আর চোখের জল মুছি গোপনে একা বসে ঘরের কোণে।
কিন্তু আমার ভালোবাসা তো ন্যাকামো ছিল তোমার সামনে,
আজ আমি একা মনে মনে হয়ে গেছি ছারখার-
তুমিই তো ছিলে রঙিন স্বপ্ন দেখার অনুপ্রেরণা আমার!
আজও ভাবি এই বুঝি আসবে ফোন আসবে মেসেজ তোমার।
আজ কেও নেই চুপি চুপি ফিসফিস করে কথা বলার মতো,
শুধু মনের মধ্যে রয়ে গেছে তোমাকে হারানোর ক্ষত।
যদি কখোনো কোনোদিনও সে আমার ভালোবাসা বুজতো!
এইভাবে পারত কি  দিতে আমাকে আঘাত এত?
এতক্ষনে একবার হলেও তো আমি তোমারই আছি  বলতো।।