আমি একজন যন্ত্রমানব
দেখতে পাবে তুমি, ঐ ট্রাফিক পয়েন্টে
বাটি হাতে,বাচ্চা কোলে
রুক্ষ চুলে,ময়লা গায়ে
একটি পয়সার জন্য
সকাল থেকে সারা সন্ধ্যে
খিদে পেটে ঘুরে ফিরি ট্রাফিক পয়েন্টে-পয়েন্টে ।।
দেখতে পেলেই দাঁত খিঁচিয়ে,মুখ ভেঙ্গিয়ে
বোলবে তুমি কাঁচ উঠিয়ে, হাত নাড়িয়ে
"যা এখান থেকে তুই মানব-দানব"
কিন্তু,আমি একজন যন্ত্রমানব ।।


সভ্য এই জাতির হিংস্র সমাজে
আমি তোমাদের জুতোর জাতে ।
বাড়ী আমার কোথায় আছে ?
কেউ কি চেনো আমার মা-বাবাকে ??
ঠিকানা এখন আমার কালিঘাটে
৮ ফুট বাই ১০ ফুটের ঘরেতে
পোড়া রুটি আর জলের সাথে
আধা পেটেই রাত্রি কাটে ।।
তোমরা কি বুঝবে তাতে
তোমাদের তো সবাই আছে ।
রাত্রের খাবারে মুরগা সাথে
নাক্ ডাকো পালঙ্কতে ।।
দিনের শেষে রোজগার,যদি হয় পঞ্চাশের কম
বিশু মস্তান তখন যেন, আমাদের যম ।।
দাঁত খিঁচিয়ে, লাঠির বাঁটে,
বলবে শুধু,
"হারামজাদা কিনেছিলাম তোকে চল্লিশ হাজারে ...
এসছিস ফিরে খালি হাতে,
এমন সুন্দর পূজোর বাজারে ..."
৮ বছরের শিশুর সাথে মস্তানিতো সবাই পারে
ক্ষমতা যদি থেকে থাকে,
"এসো ট্রাফিক পয়েন্টের সংসারে"
দেখতে পেলে চমকে যাবে
রক্ত-মাংসের যন্ত্রমানব
দাড়িয়ে আছে বাটি হাতে ।।