বরং বিদায় দিলাম চিরতরে ..
ওজন টা যেন বেড়েই চলছিল তাঁর !
দিনে দিনে পরছিলাম একলা হয়ে ..
নীল আকাশে ঘন মেঘের সঞ্চার !


অযান্ত্রিক জীবনে এর পুজো শেষ মন্ডপে  
মিসরিও পিরামিড খুঁড়ে ফেরা ...
একাকী মন ও পরেছিল সেই কোপে !
ঝর ঝাপটা সামলে এক বিধ্বস্থ শেষ বেলা !


আর নয় ! রুড়ো বাস্তব আজ মানুক হার !
একটু একটু করে শেখা কৃত্তিম অভিনয়ের কাছে
মিথ্যের স্রোতে ভরুক আজ রাজদরবার !
তবু তো পারবো তাদের কাছে ধরে রাখতে !


সত্যি টাকেই কেন জটিল ভাবলো জানি না
মিথ্যে গুলো অহেতুক ডানা কাটা পড়ি !
জীবনের স্পষ্টতা ওরা মানতে চায় না !
তাই মুখভরা মধু ওদের জন্য তৈরী !


শুধু বৃষ্টিতে এই  সিক্ত হবো এমনটা চাই নি
চেয়েছিলাম ক্লান্তিটাও শরীর বেয়ে নামুক
দেখেছিলাম যা তাই ওদের বলেছি !
চেয়েছিলাম ওরা সত্য়িটাও মানতে শিখুক !


প্রেমিকের খাতায় লুটোপুটি খাওয়া কথা
আজ হয়েছে আমার ভাবনার সই  !
মন টা জানে এক কিন্তু বলে অন্য কথা ...
সত্যি টা সবসময় আর বলতে পারি কই ?