এক অদ্ভুত আয়েনার সামনে এসে দাড়িয়েছি।
সে আমার প্রতিলিপি নয় , অনুকরণ তাঁর ধাঁতে নেই
যত কাছে গিয়েছি তাঁর , দূরেই থেকেছি।
আমার প্রিয় রং গুলোর ও , সে নেই কোনো রঙেই।


সে যেন অলিখিত বিচারক ..
ইতিহাস খুঁড়ে টেনে আনে আমার পেরোনো অতীত।
দিয়েছি যেন তাকে বিচারের দায়ভার
দাড়িপাল্লায় ঝুলিয়ে দেয় জীবনের ভুল ঠিক।


অচিনপুরে বাস তাঁর, অচেনা কোনো গলিতে
অনাহুতের মত যখন তখন সামনে এসে দাড়ায়।
তর্জনী টি তাক করে বলতে থাকে --
শুধরে নে , এখনো জীবন টা পাল্টানো যায়।



নিরুত্তর থাকে , যখন আমি তাঁকে প্রশ্ন করি
কোথায় থাকে তুমি? যখন ভুল টা হয় ?
আজ তবে কিসের ডাকে , হুর্মুরিয়ে আসো জুটি ..
তোমার কথা শুনতে বাধ্য তো নয় ?


ইতিহাস ভূগোল সবই তার অজানা ..
ভাসার টানে আকাশের উড়ো চিলের ঝোঁক।
ডানার ঝাপটায় দিয়ে যায় কিছু সম্ভবনা ..
কালে কালে খুঁজে চলে সুযোগ।


স্বল্পভাষী মুখে , জানে লাগাম টানা ..
কর্মনিষ্ঠ্য খুবই, শুধু শুনিয়ে যায় গন্ডির কথা।
কালে কালে স্নাত হয়ে তাঁর নাম টা হয়েছে জানা
মরমের বন্ধু আমার , নাম তাঁর অভিজ্ঞতা।