গাত্রবর্ণ ফুঁড়ে বেরিয়ে পরে !
শারীরিক কসরতের প্রতীকি নিয়ে !
মাথা থেকে পায়ের তরে !
রোজনামচায় সারাদিন ..


কখনো বিলাসিতায় , কখনো যাপনে !
ধনীরা ঝড়ায়, গরীবের ঝড়ে !
বদলায় ধারা জাতের আসনে !
আসলে রং বিহীন ..


আদুরে সে কারো কাছে !
রোগ কিম্বা পাপ মুক্তির সাজে !
বিদ্রোহী জীবন কারো ক্ষুদার রোষে !
শ্রীবৃধ্ধি কোথাও আর কোথাও শ্রীহীন ..


ভোরের শিশির যেমন পাতায় ভরে !
বেলায় বেলায় শুকিয়ে মরে !
আসবে আবার নতুন ভোরে !
একলা উদাসীন ...