চকিত সমন দিয়ে যায় নিশুতির ডাকে
অনিবার্য্য দশার অনাহুত প্রেরণ
সবুজ বনছায়ায় অনলের গ্রাসে
অদৃশ্য শিকারীর রোষে চঞ্চল প্রাণ !
চেতনা রঙে রাঙায় অজস্র হর্ষ ক্রন্দন
বিদ্বেষ গ্লানী বহে নিয়ে খেয়ার পারাপার
অতীত বর্তমান মিলেমিশে আগামীর বরণ
জড়িয়ে আছে আষ্টে পৃষ্টে মায়াবী আস্ফালন !
একটি দিন আরো ধার কি দেবে ? হে বিধাতা
বেঁচে থাকার আঁশ যে কুঁড়ে কুঁড়ে খায়
সংসয় সঙ্কট তবু নিঃশাসের স্বাধীনতা
ডাক পরেছে যার ; তাকে কি ধরে রাখা যায় ?
প্রলয় ঘন্টা বেজে ওঠে নিমেষে জীবনের আনন্দমঠে
বিস্তৃত অমৃতের মাঝে এক ফোটা বিষ
সহজ গমন চুরি করে নেয় কোনো চোরা স্রোতে
বিধ্বস্থ মন খুঁজে চলে একটি যুক্তির হদিস
সম অসম যৌবন বার্ধক্য অঙ্ক টা বড় কঠিন
যেন অসীম শূন্যে ভাষা হিংস্র ঈগলের লোলুপ দৃষ্টি
তৃষ্ণা পিপাসা তার আদিম হতে অন্তহীন
সে অমর সে ভীষণ তবু ও মৃত্যূ ও এক সৃষ্টি !