নাঃ ! চশমার দরকার নেই ..
দরকার নেই কোনো পাঠভবন ..
ডিগ্রিও না হয় নাই জুটলো সেই ভাবে ..
তবুও করে চলেছ অলক্ষ্যে বীজ বপন !!


হ্যা তুমি শিক্ষক ; তোমার অজান্তেই ..
কত যে শিক্ষা তুমি দিয়ে চলেছ অবিরত ..
কত লোক তোমায় দেখে শেখে ..
অনুবর্তী হচ্ছে তোমার কতজন প্রতিনিয়ত !!


হয়ত তুমি লজ্জা পাও; আয়নায় নিজের মুখ ঢাকো ...
হয়ত ভেবে বসে আছো; অনাড়ম্বর অতিসাধারণ জীবন ..
হয়ত বা ভাবনারও অবকাশ নেই তোমার ..
তোমার জন্যই হয়ত বেঁচে যায় কত প্রাণ !!


জোনাকী ও পারে .. উজ্জ্বল টিম টিম আলোয় ..
বাবুয়ের ঘর আলো করে দিতে ..
ছুড়ে দাও হয়ত তুমি কত অপছন্দের খাবার ..
আর ধন্য হয় কত; শুধু সেই প্রসাদে !!


জানতেও পারো না তুমি ; কতজন তোমায় নিয়ে ভাবে ..
ওই বেটে মোটা চেহারাটার আড়ালের ভাষা ..
অলিখিত শিক্ষক তুমি এ বিশ্বসংসারের ...
আমাদের সবার কাছে তোমার অনেক প্রত্যাশা !