কাকের সুর আর আরশোলার ঠ্যাং
শিল্প টা বেশ জমলো ..
দেদার খুশি প্রয়োগে স্ল্যাং !!
ভাবটা বেশ ফুটলো !!


আষাঢ়ে ভাবনা শ্রাবনের ধারায়
হটাৎ হটাৎ ঝড়ে ..
উপমা ভরে অশ্লীল ভাষায় !!
মূল্য টা বেশ বাড়ে !!


বুদ্ধিজীবীর শংসা জ্ঞান
মূল্যপ্রাপ্তি ঘটে ..
মূল্যহীন ভাবনা বপন !!
মাহাত্ম্য লাভে ছোটে !!    


সাহিত্যগুণ নিপাত যাক
চলতি ভাষার টানে ..
আধুনিক যুগে এটাই মতবাদ !!
তাঁরা নির্বিচারে মানে !!


চলচ্চিত্র ও বিখণ্ডিত
অপছায়ার মায়ায় ..
চারদেয়ালের গোপন তত্ব !!
বেশ উত্তেজনা ছড়ায় !!


কোনো সাধারণ করে বিরুদ্ধচারণ
নির্দ্বিধায় ক্ষোভ প্রকাশ ..
শিল্পীর তখন অবহেলা মন !!
অশিক্ষিত দেশের মানুষ !!


সভ্যতা আজ বড় বালাই
থাকুক দূরে দূরে ..
বেষ্টনীতে আজ অশালীন চাই !!
অসভ্যদের দের নিয়ে !!


কুবচন হোক বোধের বচন
উন্নত হোক তার মান ..
আমি দিশারী , ওরা সাধারণ !!
আরো স্পষ্ট বিধির বাম !!