মুক্তি পেয়েছে এক অধ্যায়
আজ নিয়মভঙ্গ ভুরিভোজে মুখর !!
কাল থেকে পেতে চলেছ স্বাধীনতা  
দেখো তোমরা এ ছেলের মহান অন্তর !!


সমাজ জেনে গেছে অনুভূতি
ছড়িয়ে রাখা সামাজিক মাধ্যমে !!
মা ! তো আর যে সে জন নয়
স্থান তাঁর সদাই উত্তমে !!


শিক্ষা শিখিয়েছিলো দ্বায়িত্ব পালন
তাই নিয়মের ফোন পৌঁছে যেত রোজ !!
টেক্কা আর টক্করে বিধির সাথেই
প্রতিদিন প্রতিফলিত দ্বায়িত্ব বোধ !!


মায়ের ছবিটা আজ বেশ উজ্জ্বল  
ভক্তিতে ভরে চন্দনের ফোঁটা !!
ধূপের গন্ধে ভরপুর ঘর
সব ভালো যার ভালো তার শেষটা !!


গভীর মর্ম থাক অতল জলেই
খাঁদের ধারেই কাটছে জীবন বেশ !!
গল্পবেলা খোঁজে ফন্দি ফিকির
সব নিয়েই গোছানো এ দেশ !!


জাড়িজুড়ি মিশে গেছে দেখো অশ্রু জলে
ধুলো তে ভরেছে আজ ওদের চোখ !!
আর কয়েক প্রহর হাতে গোনা
মিটতে চলেছে অন্তিম শোক !!