তোরা ভাবিস, একটি ছাদ ফিরিয়ে দেবে হারানো প্রাণ ?
মাথার ওপর ডানা মেলে, শুনিয়ে যাবে স্মৃতির গান ?
পাশাপাশি গন্ধ মেখে, খুঁড়ে নিবি একে ওপরের ক্ষত ..
আর সেই ক্ষতে প্রলেপ দেবে কংক্রিটে মোড়া নিষ্প্রাণ ?


সে তো, তার দায় নিয়েছে, শুধু দুর্যোগ সামলে নিতে
শীত গ্রীষ্ম আষাঢ় শ্রাবণ, টের ও পাবি না কখন যাবে !!
কিন্তু অন্দরের প্লাবন? যা রোজ তোদের ভাসিয়ে যায় ..
তার দায়ভার কেন চাপাস? ওই নিরীহ ছাদটার দিকে ?


তার চেয়ে তোরা ভালো থাক, দুই মেরুর দুই পাড়ে
খুঁজে দেখ কেতাবি উর্ধেও কত মুক্তি লেখা থাকে !!
বিদায় দে, অন্তত একবার রোজের অবসাদ আর সংঘাত ..
দেখবি এখনো কত স্বাদ চেখে নেওয়া বাকি আছে !!


তোদের নতুন জীবন দিতে, সেজেছে ভিন্ন দুই ছাদ
আর হয়তো খুঁজতে হবে না, কার বেশি অপরাধ !!
তোদের আগুন তোরাই নেভা, পাঁচকান অমূলক
সময় একদিন শুনিয়ে দেবে, দূরত্ব বাড়ায় রক্তের টান !!