স্বর্গের সিড়ি টা আজ নেমে এসেছে ...
হাতের নাগালে, একটু দূরে   --
প্রলোভনের উস্কানি ক্রমশ মাথা চাড়া দেয়
টানাপোড়েনের যুদ্ধ, তোলপাড় অন্তরে !    


কঠীন না সহজ দূর্গম বা সুগম  
ভবিষ্যত কে দেখেছে আর ?
যেন আনাড়ি হাতে আনকোরা সময়  
পেটকাটি তে সুতোর টান !    


ঝাঁপ টা দিয়ে ফেলাই যায় --
উন্মত্ত সাগরের ভয় কে নিয়েই  
মরীচিকাও তো হয়ে যেতে পারে মরুদ্যান  
আলেয়ার আলোর উৎস না জেনেই !  


স্বপ্নই তো আসলে লোভ কে খোঁজে
লোভী হওয়ায় তাই ক্ষতি কি ?
বিষ যদি না করলো ক্ষত একটুও .
অমৃত আর বিষের তফাৎ কি ?


আর যদি হিসেব টা হয় এলোমেলো  
পুড়িয়ে পাবো না হয় শেষ টুকু !
নিন্দুকদের না হয় বলতে দিলাম আরেকবার  
লোভে পাপ আর পাপে মৃত্যু !