তবু কেউ চিহ্ন হয়ে রয়েছিল ..
কোনো প্রান্তরে চড়ুইভাতির শেষে ..
হেমন্তের বিকেল কুয়াশায় ভরেছিলো
শেষ রাতে শিশির হয়ে নেমেছে !!


কেউ অতৃপ্ত চোখের জল ঝড়িয়েছিলো ..
লিখে রেখে গেছে কত না বলা কথা
শৈশব স্মৃতিতে ফিরে পাওয়া ছেলেবেলা ..
একটি অক্ষর কখনো বা শুনিয়ে যায় শেষটা !!


অথবা; যত্নে রেখে দেওয়া দু একটা আধুলি ..
বার্ধ্যকের দায় নিয়ে একলা দিন
ব্যর্থতা নিয়ে আসা কারো মলীন পূবালী ..
কত রঙ চঙে সময়; হতে দেখেছে বিলীন !!


কোনো গান্ধারীর স্বেচ্ছা অন্ধত্বের সাথে
রাজকাহিনীর গহনে উত্তাপ বয়ে আনে ..
কখনো বা একাকী সাক্ষী দিতে সাজে
ফেলে যাওয়া সূত্র দুর্বৃত্তের সন্ধানে !!


একটি রুমাল ও বাল্মীকি হতে পারে
এক গোটা রামায়ণ সে রচনা করে দেবে ..
ইতিহাস মগ্ন তার উজ্জ্বল স্মৃতিতে
কুয়াশা ভরা কোনো হেমন্তের বিকেলে !!