নিঃসীম সাগর ঝড়ের বার্তা বয়ে এনেছে ..
তোমার সুখ সাগরে এবার ভাটার টান
মুহুর্ত্বে দার্শনিক, জন স্রোতে মিশেছে ..
সুর ধরেছে তাই অবহেলিত সাদা কথার গান !!


শৈশব কলঙ্কহীন ; তাও তো দেখি কত ফুটপাতে কাঁদে !!
তোমার দর্শনে কর্মফল ! ওই যে চোখের জল ..
তাই তো এড়িয়ে যাও; দৃষ্টি রেখে পাশে !!
এতো জ্ঞান; শিক্ষিত ঘিলু; নিমেষে নিষ্ফল !!


বদলের ডাক দিয়ে যাও; যতটা পিঠ বাঁচিয়ে ..
উর্বর যুক্তি; সিন্দুকে বন্দি; সব জানলা বন্ধ !!
দুর্জয় হৃদয় ! দিবা নিদ্রার লোভ কাটিয়ে ..
পদক্ষেপের দরজায় খিল; উঁকি মারে দ্বন্দ্ব !!


তুমি অরণ্য ! তবুও দেখি শহুরে ঢঙে বেশ স্বচ্ছন্দ ..
বেলা থেকে অবেলার মাঝে, ওই যে ক্ষণ টুকু বাঁচে ,
ভোগ নিতে চাও তার ও, এমনি স্বতন্ত্র !!
অথচ, বদলের হাওয়া চলে অহরহ বিশ্বাসে !!


রোদের গুন জানো, তবু রোদ মেখে পুড়তে ভয় পাও  
সমালোচনায় পটু কলম গুলি তাই, পথের দিশা হারায় !!
শিক্ষক তুমি , তাই উস্কানির সংগ্রাম শেখাও ..
বিপ্লব বোধ শিরায় শিরায় ; তবু বিপ্লবী কে হতে চায় ??