এমনি মাথা নত হয়ে আসে আমার
যখন তোমার দ্বারে আসি
হটাৎ যেন মুখোশ পড়ে ভদ্রতার
এ কোন ভিনদেশি, এ আমি অন্য আমি !!


কেমনে বদলে যায় মন টা
সত্সঙ্গেই তাহলে স্বর্গবাস ..
আঁধারে লুকায় হীন ভাবনারা ..
যেমন মেঘ সরিয়ে উষ্ণের প্রকাশ !!


তুমি সেই, যে শুধুই আলোই দেখেছো আমার ..
হয়েছি তোমার পছন্দের একজন ..
আর যে দেখেছে রাতের অন্ধকার ..
নতুন পরিচিতি, তার নিষ্প্রয়োজন !!


ছয় ঋতুর মতো, ভালো মন্দ নিয়ে ..
গুছিয়ে আছি, চির বসন্তের এই আমি
ঝালিয়ে নিও তোমার দৃষ্টিকোণ দিয়ে ..


শুধুই বাড়ে বাড়ে বদলে যাবো খেয়ালে
                এ আমি এক অন্য আমি !!