ভালবাসি;
তাই বার-বার ফিরে আসি।
এই বলে ভেবোনা
আমি নির্লজ্জ বেহাইয়া।


মায়া বড়ই জটিল
মানে না কোনো রুটিন।
বাধে কোন বাধ
তাই ফিরে আসি সন্ধ্যা নাগাদ।


যদি দেখো উঠে গেছে চন্দ্র
আধাঁরে গ্রাস করেছে পৃথিবী;
তবুও পড়েনি পথে পদচিহ্ন।
তবে থেকো না পথ চেয়ে,
মনে করো আসবো
পরের কোনো চন্দ্রিমা রাত্রে।


এই ছোট পৃথিবী
আদোও ছোট না
কত প্রাণী আছে;
বনাঞ্চলে রয়।


জানোয়ার আমি;
প্রায়ই বলো তুমি।
রয়ে যাব বনে
খুঁজো না আমায় লোকারণ্যে।


২১/০৯/২০২১
খিলগাঁও, ঢাকা।