আমাকে কখনো করো না ক্ষমা
আমি পারিনি রুখতে ওদের
কুলষিত কুচ্ছিত মন যাদের।


আমাকে কখনো করো না ক্ষমা
আমি পারিনি করতে প্রতিবাদ
অন্যায় অত্যাচারের বিরুদ্ধে।


আমাকে কখনো করো না ক্ষমা
আমি পারিনি কলম তুলতে
যারা দেশকে শাসনের নামে শোষণ করছে।


আমাকে কখনো করো না ক্ষমা
আমি পারিনি বাঁচাতে বোনদের
নোংরা কালো থাবা থেকে।


আমাকে কখনো করো না ক্ষমা
আমি পারিনি কণ্ঠস্বর উচ্চ করতে
সমাজের ময়লা ঘুষখোরদের বিরুদ্ধে।


আমাকে কখনো করো না ক্ষমা
আমি পারিনি আনতে
দেশের সুনাম;
বরং এনেছি দুর্নাম।


আমাকে কখনো করো না ক্ষমা
আমি পারিনি নিষেধ করতে
বরং করেছি মাদকের আস্তানা।


আমাকে কখনো করো না ক্ষমা
আমি দেশদ্রোহী
কারণ আমি পারিনি;
দেশের কর্তব্য পালনে আমি ব্যর্থ।


০৬ সেপ্টেম্বর ২০২২