কি তোমার ভাই?
লোকে বলে ভাই
তবে কি নাম তাই?
সামনে ডাকে তাই
পিছনে অনেকেই ডাকে;
সামনে ডাকার সাহস নাই,
তাই আমার নাম।


মা হুনছি বিয়া বইছে,
জন্ম আমার তারও আগে হইছে।
কে ছিল বাপ?
মা বলে, আমি তার অভিষাপ।
লোকে বলে, জাউরা পোলা।


প্রেম করেছে মেলা;
বাপটা নাকি ছিল হারামজাদা।
তাই তো জিগাই বাপ্টা কে?  
বিয়া করতে গেলে,
জিগায় আগে।


কাজ করুম কি?
লোকে জিগায়,শিক্ষা কি?
শিক্ষা হবে কেমনে?
মাস্টার মশাই জিগায়,
বাপ কে?
আমি কইলাম, বাপতো নাই।
তিনি বললেন শিক্ষাও নেই,
লিখতে হবে বাপের না।।


হইল না শিক্ষা,
পেলাম আমি মাস্তানি দীক্ষা।
তাও লোকে বলে, আমি নাকি ভাই;
পিছনে বলে জাউরা।