আজ এই দিনে ছেড়েছো তুমি আলোয়
কাঁদিয়ে সকলের হৃদয়।
ভাবিনি চলে যাবে
কিছু না বলে এভাবে নিবে বিদয়।


ভেবে ছিলাম ছিল কিছু বলবে
চাঁদনী পসর রাতে।
আশা ছিল দু'জন হাঁটবো
কোনো এক জোস্ন্যা রাত্রে।


ভেবে ছিলাম তুমি ডাকবে
নির্জন রাতে গল্প করতে করতে
জোনাকির নৃত্য দেখতে।


কি যে হল!
না আর ভোর হল
যা ছিল তা স্বপ্নই থেকে গেল।


তুমিও নিলে বিদয়
আমার ভারাকান্ত হৃদয়
দেখতে চায় জোস্ন্যা প্রতিটি নিশায়।


ভাবিনি যাবে এভাবে হারিয়ে
কাঁদিয়ে প্রতিটি হৃদয়।
অনেক অতৃপ্তি, ব্যপক নিরাশা
আর যাবে না দেখা তোমার যাদুমেলা
ভাল থেকো প্রিয় যাদুকর।