যখন পরিশ্রান্ত মনে
কান পাতি খয়েরী খামে;
আর্তচিৎকার !
ঘৃণা !!
আর অভিশাপে ভরা।


কোন কালি নেই....
তবু্ও পাপে ভরা,
শুধু পাপ ?
না মহাপাপ।


সারা দিন কাজর ফাঁকে
ফাইলের ভিতর দু’ চার টা
খয়েরী খাম।


একেক খাম একেকে কথা বলে
খামের চিৎকারও ভিন্ন
অভিশাপও ভিন্ন  


কোনোটি ভিটা বাড়ী; কোনোটি নাল জমি
কোনোটির অভিশাপ !
মা বোনের গহনা-গাটির।


পরিশ্রান্ত দেহ
থমকে যায় হৃদয়ের মোহ ।
মন যায় থমকে
খয়রী খামটি খুলতে।


রচনাকালঃ ২০ অক্টোবর ২০১৫
প্রকাশিতঃ মাসিক চিরকুটে, নভেম্বর ২০২১