দিল দরিয়ার মাঝে
একটি বাসা বান্ধিলাম।
সে বাসাতে একটি পাখি
আশ্রয় দিলাম।


মনের পাখি ছিল স্বাধীন
তাই তো সে করতো সারাদিন
গুন-গুন করে গান।


হৃদয় আমার দেখলো আশা
তার জন্য ভালবাসা।
বুঝলো না রে মন
ভুবন প্রেম খানিকক্ষণ।


মনের পাখি চলে গেল
ফেলে আমায় একা।
দেহ আছে
মন নাই।
পাখি ছাড়া প্রাণ নাই।


বাসা আমার ফাঁকা হইল
শুধু দেহ পড়ে রইল;
মনের পাখি ছাড়া।


২৬ এপ্রিল ২০১২
বরিশাল, বাংলাদেশ।