রাগ করো না, কান্না
আমি তোমায় সাজতে করিনি বারণ।
আমি বলেছি,
না সাজলেও তুমি দেখতে অপ্সরী।


তোমার লাল টক টকে রাঙা ঠোঁটের চেয়ে,
ভোর বেলায় উষ্ণতার ছোঁয়া,
হাল্কা ভিজা ঠোঁটটি;
যেন ভোরের শিশির ভিজা গোলাপ ফুল।


কোনো নতুন হেয়ার কাঁট নয়
তোমার চুলের মাঝে শিথি
কপালের মাঝে ছোটো কালো টিপ।
পাথর বসানো নাকফুল।
এই সাজে তোমায় দেখতে; বেশ।


রাগ করো না, কান্না
তোমার চোখের রাঙা পাপড়ি  নয়,
যখন অভিমানে করো কান্না;
চোখের কাজল কালির মাখামাখি,
তখন দেখতে তুমি মায়াবী অপ্সরী।


রাগ করো না, কান্না
বলেছি বলে, তোমার কান্না লাগে ভাল।
তোমার কান্নার প্রতিটি অশ্রু বিন্দু
তোমার ভালবাসার।
কান্না করো না, কান্না।