ছাড়ছে সুতা
উড়ছে ঘুড়ি।
না পেঁচিয়ে সুতো
দেখছে মনিব;
ঘুড়ি কত উড়তে পারিস।


মনিব তার নাটাই ধরে
পরখ করে;
ঘুড়ি কেমন খেলতে পারে।
সুতো ছিড়ে ঘুড়ি
গেল সীমানা ছেড়ে উড়ি।

মনিব আবার উড়ায় ঘুড়ি
ডানে যায় বামে যায়
নাচে ঘুড়ি, উড়ে ঘুড়ি
সীমানার মাঝে।
নাটায়ে পেঁচায় সুতো
ঘুড়ি আসে মনিব কাছে।


প্রথম ঘুড়ি পরে থাকে
নষ্ট জলাশয়ে।


০৫ এপ্রিল ২০১১
ঢাকা, বাংলাদেশ