এ কেমন ভাষা প্রতিবাদের?
এ কেমন আশা ক্ষমতার?
এ কেমন স্বপ্ন দেখায় মানুষকে।


কেমন করে নামছো ভাই?
মারতে তোমার ভাইকে।
কেমন করে মারছো বোমা?
ধ্বংস করতে নিজ জাতিকে।


দেখছো কি পুঁড়ছে কারা?
সেও তো কারো ভাই কিংবা বোন।
হচ্ছে কারো বুক খালি,
ঝড়ছে কোনো মা - বোনের অশ্রুধারা।


আসো ভাই আজ,
হাতে- হাত; বুকে- বুক মিলাই,
অস্ত্র নয়, কলম ধরি
আসো প্রতিহিংসা ধ্বংস করি।


আর নয় সংঘাত ;
বিপদে সবাই দিব হাতে- হাত


২৭ জানুয়ারি ২০১৫