সে কি তুমি!
যে আসে রোজ আমার স্বপনে
গহীন রাত্রিরে
যখন নিদ্রার ঘোরে তোমারে দেখি স্বপন।


সে কি তুমি!
যার শীতল ছোঁয়ায়
গহীন স্বপনে আমার মন ছুঁয়ে যায়।


সে কি তুমি!
যার কন্ঠে রোজ ভোরে
কোকিল সুর তোলে।


সে কি তুমি!
যার নৃতে নুপুরের ছন্দে
ঘোর কাটে প্রত্যহ ।


০৪/০৩/২০২০ ইং